• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বেহালায় প্লাস্টিক কারখানায় আগুন 

সকালবেলা বিধ্বংসী আগুন লাগে বেহালার একটি প্লাস্টিক কারখানাতে। দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করে আগুন আয়ত্তে আনে।

প্রতিকি ছবি (File Photo: IANS)

সকালবেলা বিধ্বংসী আগুন লাগে বেহালার একটি প্লাস্টিক কারখানাতে। দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করে আগুন আয়ত্তে আনে।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ শিরিটি শ্মশান সংলগ্ন এলাকা পশুপতি ভট্টাচার্য রােডে একটি প্লাস্টিক কারখানা থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে কালাে ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকলে।

কারখানাটি প্লাস্টিকজাত দ্রব্যের হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ফলে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল ঘটনাস্থলে পৌঁছানাের আগেই গােটা কারখানা কার্যত আগুনের গ্রাসে চলে যায়। তারপর দমকলের চারটি ইঞ্জিন বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে।

তবে কিভাবে এই আগুন লাগল তা নিয়ে দমকল এখন কিছু স্পষ্টভাবে জানতে পারেনি। তবে এই অগ্নিকাণ্ডের ফলে প্রচুর টাকার জিনিস পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। দমকলের তরফ থেকে জানান হয়েছে কারখানার ভেতরের আগুন সম্পূর্ণ নিভে গেলে তারপর খতিয়ে দেখা হবে এই কারখানাতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা বা কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।