ফের বেসুরাে রাজীব বন্দ্যোপাধ্যায়। যিনি ডােমজুড়ের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী। দু-দফায় বৈঠক করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু তারপরেও কাজের কাজ যে হয়নি তা স্পষ্ট হয়ে গেল রবিবার।
এদিন হাওড়ার বালিতে এক রক্তদান শিবিরে যােগ দিয়ে ফের তৃণমূল নেতৃত্বে একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজীব। এদিন তিনি বললেন, বেশ কিছু নেতা দলের কর্মীদের চাকরবাকর ভেবে তাদের ভাবাগে নিয়ে খেলেন। কর্মীরাই এদের জবাব দেবেন। কর্মীরা এই সব নেতাকে ক্ষমতাচ্যুত করবেন।
এ প্রসঙ্গে রাজীব আরও বলেন, ‘যে সব নেতা কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোঁড়েন তাদের নিজেদের আগে আয়নায় মুখ দেখা উচিত, তারা কি ছিলেন আর এখন কি হয়েছেন। এই সব নেতা আসন্ন বিধানসভা নির্বাচনে আর জিততে পারবেন না। রাজীব এই মন্তব্য করলেও কারওর নাম তিনি মুখে নেননি।