• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কৃষি আইন সংশােধনের প্রয়ােজন, মত অমর্ত্যের

কৃষকদের দুশ্চিন্তা লাঘব করতে তাঁদের ছাড়েরও ব্যবস্থা করা প্রয়ােজন, পাশাপাশি এই আইন গুলি পর্যাপ্ত সংশােধনেরও প্রয়ােজনীয়তা রয়েছে। এমনটাই মনে করেন নােবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

ড. অমর্ত্য সেন (File Photo: IANS)

কৃষকদের দুশ্চিন্তা লাঘব করতে তাঁদের ছাড়েরও ব্যবস্থা করা প্রয়ােজন, পাশাপাশি এই আইন গুলি পর্যাপ্ত সংশােধনেরও প্রয়ােজনীয়তা রয়েছে। এমনটাই মনে করেন নােবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

সােমবার বস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলে অমর্ত্য সেন বলেন, এই বিষয়টির যে অবিলম্বে সমাধান হয়ে যাবে, এমন নয়। তবে এ নিয়ে গুরুতর আলােচনার অবকাশ রয়েছে। সেই সঙ্গে কৃষকদের দুশ্চিন্তা প্রশমিত করার জন্য ছাড়েরও প্রয়ােজনীয়তা রয়েছে। 

তিনি বলেন, ‘কৃষি আইনগুলি অবশ্যই যথেষ্ট মাত্রায় সংশােধন জরুরি। তবে তার আগে এ নিয়ে সঠিক ভাবে আলােচনার প্রয়ােজন। তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছে কৃষকরা। দফায় দফায় বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র মেলেনি। 

তাঁর মতে, কৃষি আইগুলি কৃষকদের জীবনের সঙ্গে জড়িত অত্যন্ত গুরুতর বিষয়। কৃষকদের পাশাপাশি বিষয়টি যে কেন্দ্রীয় সরকারের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাঁর কথায়, গােটা বিষয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ও স্বার্থ জড়িত। তা সত্ত্বেও কৃষকদের সঙ্গে আলােচনার সময় বাস্তববাদী হওয়া উচিত সরকারের। কৃষকদের নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে আশা করা যায় না যে তাঁরা আলােচনার টেবিলে বসবেন।