বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশকে আরও সক্রিয় করতে দশ হাজারেরও বেশি কর্মী নিয়ােগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানান, পুলিশ বাহিনীতে মােট ১০,৩৭০ জনের নিয়ােগ করা হবে অতি সত্ত্বর। এর মধ্যে ৯ হাজার ২০০ জনকে নিয়ােগ করা হবে কনস্টেবল পদে। বাকি ১ হাজার ১৭০ জন পাবেন এসআই-এর পদ।
শুধু নিয়ােগই নয় পুলিশকর্মী বদলির ক্ষেত্রেও মানবিক সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। যে সমস্ত পুলিশকর্মী ১৫ বছর চাকরি করেছেন তাদের ‘হােম ডিস্ট্রিক্ট’-এ বদলি করা হবে আবেদনের ভিত্তিতে।
মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ৫০ হাজার এরকম আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৩৫ হাজার পুলিশকে তাদের নিজের জেলায় বদলি করা হয়েছে।
এছাড়াও আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা ভেবে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম হল এগারােটি সাব-ডিভিশন তৈরি। এই তালিকায় রয়েছে ডালখােলা, ইটাহার, ফারাক্কা, হাবড়া, দেগঙ্গা, বাদুড়িয়া, বাগদা, হাসনাবাদ, সাগর, গােপীবল্লভপুর এবং বেলপাহাড়ি। এছাড়াও পাথরপ্রতিমা, নামখানা এবং সাগরে তিনটি পুলিশ সার্কেলও গঠন করা হবে।