‘কালােদিন’ হিসাবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৯ ডিসেম্বর, ২০২০ সালটা লেখা থাকবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস মাত্র ৩৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। যদিও শেষে মহম্মদ সামি চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান।
এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে বিয়াল্লিশ রানে ইনিংস শেষ হয়ে গিয়েছিল ভারতের।
ভারতের এদিনের ৩৬ রান ক্রিকেটের ইতিহাস সর্বনিম্ন স্কোরের তালিকায় যুগ্মভাবে পঞ্চম স্থানে আছে। অ্যাডিলেড মাঠে সর্বনিম্ন রান এটিই। ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার কোনাে দলের ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অঙ্কের রানে পৌছাতে পারলেন না।
টেস্টে এক ইনিংসে সবথেকে কম রানের রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৬ রানে অলআউট হয়ে গিয়েছিল কিউইয়িরা। এছাড়া দক্ষিণ আফ্রিকাণ্ড দু’বার তিরিশ রান ও একবার পয়ত্রিশ রানে অল আউট হয়ে যায়।
টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর
রান | বিপক্ষ | স্থান | ম্যাচ তারিখ |
৩৬/৯ | অস্ট্রেলিয়া | অ্যাডিলেড | ১৭-১২-২০২০ |
৪২ | ইংল্যান্ড | লর্ডস | ২০-০৬-১৯৭৪ |
৫৮ | অস্ট্রেলিয়া | ব্রিসবেন | ২৮-১১-১৯৪৭ |
৫৮ | ইংল্যান্ড | ম্যানচেস্টার | ১৭-০৭-১৯৫২ |
৬৬ | দক্ষিণ আফ্রিকা | ডারবান | ২৬-১২-১৯৯৬ |
৬৭ | অস্ট্রেলিয়া | মেলবোর্ন | ০৬-০২-১৯৪৮ |
৭৫ | ওয়েস্ট ইন্ডিজ | দিল্লি | ২৫-১১-১৯৮৭ |
৭৬ | দক্ষিণ আফ্রিকা | আমেদাবাদ | ০৩-০৪-২০০৮ |