• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

বিদ্যুৎ বিভ্রাট, ভােপালে মৃত্যু ৩ করোনা রোগীর

বিদ্যুৎ বিভ্রাটের জেরে মধ্যপ্রদেশের ভােপালে মৃত্যু হল ৩ জন করােনা রােগীর। ঘটনাটি ঘটেছে এখানকার হামিদিয়া হাসপাতালে।

প্রতীকী ছবি (File Photo: AFP)

বিদ্যুৎ বিভ্রাটের জেরে মধ্যপ্রদেশের ভােপালে মৃত্যু হল ৩ জন করোনা রােগীর। ঘটনাটি ঘটেছে এখানকার হামিদিয়া হাসপাতালে।

হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, ওই ৩ রােগী ভেন্টিলেশনে ছিলেন। তাই হঠাৎই বিদ্যুৎ চলে যাওয়ায় ভেন্টিলেটর বন্ধ হয়ে যায়। হাসপাতালে জেনারেটর থাকলেও সেটিও তখন কাজ করছিল না। আর তার ফলেই মৃত্যু হয় তাদের। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। 

Advertisement

তিনি জানান, হাসপাতালের ডিনকে নােটিস দেওয়া হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করা হয়েছে। কোনওরকম অবহেলাকে গুরুত্ব দেওয়া হবে না বলেই এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

Advertisement