রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মােহন ভাগবতের সঙ্গে কলকাতায় রবিবার দেখা করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন প্রাক্তন চেয়ারম্যান নপরাজিত মুখােপাধ্যায়। তিনি এখন কমিশনের সদস্য। ঘন্টা খানেক দু জনের মধ্যে কথা হয়।
তবে কী বিষয়ে ভাগবত ও নপরাজিতের কথা হয়েছে তা নিয়ে আরএসএস র তরফে কেউ মুখ খুলতে রাজি হননি। অন্যদিকে বারবার চেষ্ট করা হলেও নপরাজিতের সঙ্গে যােগাযােগ করা সম্ভব হয়নি।
দুদিনের সফরে শনিবারই কলকাতায় এসেছেন ভাগবত। আরএসএস সূত্রে খবর বিশেষ সম্পর্ক অভিযানের অংশ হিসেবে রবির নপরাজিতের বাড়িতে যাওয়ার কথা ছিল ভাগবতের। কিন্তু তার বদলে পরাজিত নিজেই উত্তর কলকাতায় অভেদানন্দ রােডে আর এসএস র রাজ্য সদর। দফতর কেশব ভবনে চলে আসেন । সেই সময় তার হাতে কয়েকটি ফাইল ছিল বলেও জানা গিয়েছে। আরএসএস এর দাবি এই সাক্ষাৎ ছিল নিছকই সৌজন্যমূলক।