• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তেলের দাম নিয়ে ডিগবাজি

নিজস্ব প্রতিনিধি- বৃহস্পতিবার অরুণ জেটলির বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর জানা যায়, সরকার অন্তঃশুল্ক কমানোর ফলে লিটারে ২ টাকা করে সস্তা হচ্ছে ডিজেল ও পেট্রোল। পাশাপাশি, পিটিআই জানায়,৬ টাকা অতিরিক্ত এক্সাইজ ডিউটিও মকুব করেছে কেন্দ্র। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ। কিন্তু সেই স্বস্তি সাময়িক। পরে জানা যায়, পেট্রোল-ডিজেলের উপর বসিয়ে দেওয়া হয়েছে সমপরিমাণ অর্থাৎ

তেলের দাম নিয়ে ডিগবাজি

নিজস্ব প্রতিনিধি- বৃহস্পতিবার অরুণ জেটলির বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর জানা যায়, সরকার অন্তঃশুল্ক কমানোর ফলে লিটারে ২ টাকা করে সস্তা হচ্ছে ডিজেল ও পেট্রোল।

পাশাপাশি, পিটিআই জানায়,৬ টাকা অতিরিক্ত এক্সাইজ ডিউটিও মকুব করেছে কেন্দ্র। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ। কিন্তু সেই স্বস্তি সাময়িক।

পরে জানা যায়, পেট্রোল-ডিজেলের উপর বসিয়ে দেওয়া হয়েছে সমপরিমাণ অর্থাৎ ৮ টাকা হাইওয়ে সেস। ফলে পরিস্থিতি যে কে সেই। এভাবেই তেলের দাম নিয়ে ডিগবাজি খেল মোদি সরকার। কমেও কমল না। পেট্রোল-ডিজেলের দাম।

বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৬৬ টাকা ৭৮ পয়সা ও পেট্রোলের দাম ছিল ৭৫ টাকা ৭৪ পয়সা।