বোয়েন এয়ার্স, ২৯ মার্চ – সর্বকালের সেরা গোলদাতা হিসেবে যে নামগুলো এই মুহূর্তে উঠে এসেছে তার মধ্যে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির গোল রয়েছে। তার জীবনের তিন তিনটি সেরা গোলের কথা স্বিকার করে নিয়েছেন। তবে এই তিনটি গোলের মধ্যে সেরার সেরা কোন গোলটি হবে তা নিয়ে আলোচনা করে সঠিক উত্তর দিতে পিছিয়ে পড়লেন লিওনেল মেসি। তবুও তিনি মনে করেন, পি এস জি’র সার্জি রোবার্তোর একটি গোলও সেরা চারের মধ্যে এসে যায়। কিন্তু তাদের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন লিওনেল মেসি। অর্থাৎ সর্বকালের সেরা গোলের পুরস্কারটি মেসির হাতে গিয়েই পৌছালো। চলতি মরশুমে অর্থাৎ ২০১৮ সালে ডিসেম্বর মাস পর্যন্ত খেলোয়াড়দের বাছাই করা ৬৪টি গোলকে মনোনীত করা হয়েছিল। এই ৬৪ গোলের জন্যে দর্শকদের কাছে ভোট চাওয়া হয়েছিল। টানা তিনমাস অনলাইনে এই ভোট সংগ্রহ করা হয়েছে। ১৬০ দেশের পাঁচ লক্ষ্য সমর্থক ভোট দিয়ে সর্বকালের সেরা গোল বেছে নিয়েছিলেন। ওই সমর্থক বা দর্শকরা ৬৪টি গোল থেকে মাত্র চারটি গোলকে নির্বাচিত করেছিলেন। পরিশেষে ওই চারটি গোলের মধ্যে কোন গোলদাতা সেরা হবেন তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে বিচারকরা লিওনেল মেসির গোলকেই সেরা বলে চিহ্নিত করেন। সেই সুবাদেই সেরা গোলদাতা হিসেবে লিওনেল মেসিই বাজিমাত করেন। এই সংবাদ যখন আর্জেন্টিনায় পৌঁছে যায় তখন ফুটবলপ্রেমীরা লিওনেল মেসিকে নিয়ে আনান্দে আত্বাহারা হয়ে ওঠেন।