সারাজীবন বলে এসেছেন গরিবের কথা , তাঁদের খাদ্যের অধিকারের কথা। সেই প্রখ্যাত অর্থনীতিবিদ জঁ দ্রেজকে গ্রেফতার করল ঝাড়খন্ড পুলিশ। স্থানীয় মানুষজন কে নিয়ে একটি সভা করার সময় তাঁকে গ্রেফতার করা হয়।
দ্রেজ ইউপিএ-এর ন্যাশনাল অ্যাডভাইসারি কাউন্সিলের অংশ। পশ্চিম ঝাড়খন্ডের গাড়ওয়াহকে থেকে তাঁকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়। কিন্তু কেন গ্রেফতার, তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনার পরই মানবাধিকার কর্মী যোগেন্দ্র যাদব ট্যুইট করেন,’ অত্যন্ত দু:খজনক ঘটনা। জঁ দ্রেজ একজন বিরাট অর্থনীতিবিদ, নোবেল পাওয়ার যোগ্য। অন্য অনেক অর্থনীতিবিদের তুলনায় তিনি ভারতের গরিব মানুষের খাদ্য সুরক্ষার জন্য অনেক বেশি কাজ করে চলেছেন। তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। এর চেয়ে লজ্জাজনক আর কিছু নেই’।
দীর্ঘদিন ধরেই ভারতে খাদ্যের অধিকার নিয়ে লড়াই চালাচ্ছেন দ্রেজ। আদতে বেলজিয়ামের বাসিন্দা তিনি। দিল্লি স্কুল অফ ইকনমিক্স ও রাঁচি বিশ্ববিদ্যালয়েও পড়ান জঁ দ্রেজ।