• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আন্তর্জাতিক বিমানবন্দর বেসরকারিকরণের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ কেরল প্রশাসন

মােদি প্রশাসন তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর পিপিপি মডেলে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাইকোর্টও ওই সিদ্ধান্তের পক্ষে নির্দেশ দেয়।

কোচি বিমান বন্দর(Photo: IANS)

স্থানীয় তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরকে বেসরকারিকরণ করার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল কেরল প্রশাসন। মােদি প্রশাসন তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরকে পিপিপি মডেলে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাইকোর্টও ওই সিদ্ধান্তের পক্ষে নির্দেশ দেয় । তারপরই প্রশাসনের তরফে হাইকোর্টের নির্দেশের ওপর জুগিদেশ জারির লক্ষ্যে শীর্ষ কোর্টের দ্বারস্থ হয়েছে।

কেরল প্রশাসনের আবেদন হাইকোর্ট আগে বাতিল করে দিয়েছিল। এমনকি, রেল বিধানসভায় ঐক্যমত্যভাবে কেন্দ্রের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরের বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাবনা পাশ করে।

বিজেপির একমাত্র সাংসদ ও রাজাগােপালকে সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলতে না দেওয়ায় তিনি ওয়াকআউট কনে। প্রস্তাবনাটি পেশ করার সময় খােদ মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, কেন্দ্রের পদক্ষেপ একদমই যুক্তিসঙ্গত নয়। কেননা, আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কারের লক্ষ্যে ডাকা নিলামে যে পরিমাণ অর্থ নিলামে উঠেছে , তা সরলর কেন্দ্রকে দিতে চায়।