সােমবার বিকেলে প্রয়াত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত ২৫ আগস্ট কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে।
টানা ২ মাস হাসপাতালে ভর্তি থাকার পর গত ২৫ অক্টোবর ছাড়া পান। যদিও করা থেকে মুক্ত হওয়ার পর তার শরীরে নানা জটিলতা দেখা দিতে শুরু হয়। ক্রমশ একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ না করা শুরু করে, এর ফলে ২ নভেম্বর ফের তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী যাতে চিকিৎসায় সাড়া দেন। তার জন্য সবরকম প্রচেষ্টা করেন তারা। তার জ্ঞান ফেরাতে পুরােনাে অভ্যাস মতাে ইন্দিরা গান্ধির পুরােনাে বক্তৃতা ও শােনানিও হয়। পরে রাখা হয় লাইফ সাপাের্টে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সুস্থ করতে গুয়াহাটি মেডিকেল কলেজের চিকিৎসকরা ক্রমাগত যােগাযােগ রাখছিলেন দিল্লি অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের চিকিৎসকদের সঙ্গে। যদিও শেষরক্ষা হল না। এদিন বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তরুণ গগৈ।
তার মৃত্যুতে শােক প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনওয়ান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমােহন সিং, কংগ্রেস সভানেত্রী সােনিয়া গান্ধি প্রমুখ।