• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

তাবলিঘি জামাত মামলায় কেন্দ্রের হলফনামায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

তবলিঘি জামাত মামলায় মঙ্গলবার ওই মামলায় কেন্দ্রের হলফনামা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

নিজামুদ্দিনের জমায়েতে অংশ নেওয়া মানুষদের স্বাস্থপরীক্ষা চলছে। (Photo: AFP)

তবলিঘি জামাত মামলায় মঙ্গলবার ওই মামলায় কেন্দ্রের হলফনামা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। মােদি সরকার যে হলফনামা পেশ করেছিল তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এসএ বােবড়ে। পাশাপাশি খবরের চ্যানেলগুলিতে যা দেখানাে হচ্ছে তার উপর নজরদারির জন্য নিয়ন্ত্রক সংস্থা তৈরির কথা কেন্দ্রকে বলেছে আদালত। 

করোনা কালে দিল্লিতে তাবলিঘি জামাতের জমায়েত নিয়ে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে খবরের চ্যানেলগুলির একাংশ। এই অভিযােগ তুলে মামলা করেছিল জমিয়তে উলমা ই হিন্দ-সহ কয়েকটি সংগঠন। সেই মামলার প্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতি বােবড়ে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে ক্ষোভের সুরেই বলেন, ‘প্রথমে আপনারা উপযুক্ত হলফনামা দেননি এবং তারপর যে হলফনামা দিয়েছেন তাতে মূল দুটি প্রশ্নের উত্তর নেই। এভাবে চলতে পারে না।’ 

শীর্ষ আদালত যে কেন্দ্রের এই হলফনামায় সন্তুষ্ট নয় তাও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। কোনও টিভি চ্যানেল ‘সাম্প্রদায়িক ঘৃণা’ ছড়াচ্ছে কি না তা নজরদারির জন্য নিয়ন্ত্রক সংস্থা তৈরির কথা বলেছে শীর্ষ আদালত। ৩ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।