• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আর্থিক মন্দার কবলে ভারত, রিপোর্ট আরবিআইয়ের

আরবিআইয়ের আর্থিক নীতির দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের রিপাের্টে বলা হয়েছে অর্থনীতির বেহাল দশা দেশকে নজিরবিহীন মন্দার দিকে ঠেলে দিচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। (File Photo: IANS)

অর্থনীতি ধুঁকছিল। লকডাউনের জেরে দেশজুড়ে বন্ধ হয়েছিল আর্থিক কর্মকান্ডের চাকা। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও সম্ভবত দেশের আর্থিক হাল ফিরছে। আরবিআইয়ের আর্থিক নীতির দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের রিপাের্টে বলা হয়েছে অর্থনীতির বেহাল দশা দেশকে নজিরবিহীন মন্দার দিকে ঠেলে দিচ্ছে।

উন্নত তথ্য দিয়ে তৈরি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রথম ‘নাওকাস্ট’ এ বলা হয়েছে, সেপ্টেম্বরে আর্থিক বৃদ্ধি সংকুচিত হতে পারে ৮.৬ শতাংশ। গত এপ্রিল জুন ত্রৈমাসিকে ২৪ শতাংশ সংকুচিত হয়েছিল অর্থনীতি। আরবিআইয়ের প্রকাশনায় লেখা হয়েছে দেশের ইতিহাসে প্রথমবার ২০২০- ২১ অর্থবর্ষের প্রথম অর্ধে মন্দার কবলে পড়েছে ভারত। আগামী ২৭ নভেম্বর অফিসিয়াল পরিসংখ্যান রিপাের্ট প্রকাশ করবে সরকার।

তবে উৎসবের মরশুমে অর্থনীতির চাকা আশার আলাে দেখা যাচ্ছে। বিক্রিবাটা কমলেও ব্যয় সংকোচনের পথে হাঁটায় বিভিন্ন সংস্থার অপারেটিং লাভ বেড়েছে। ব্যাঙ্কের নগণের পরিমাণ গাড়ি বিক্রির পরিসংখ্যান অক্টোবর মাসে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। গত মাসে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের প্রস্তাবিত সময়ের আগেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

তবে মূল্যবৃদ্ধির চাপ ও অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধ নিয়ন্ত্রণে আর্থিক নীতিতে হস্তক্ষেপের জেরে বিশ্বাসযােগ্যতা নষ্টের ঝুঁকি রয়েছে বলে আরবিআইয়ের বুলেটিন লিখেছেন অর্থনীতিবিদরা। তাদের অভিমত করােনার দ্বিতীয় দফার প্রাদুর্ভাবে প্রভাব পড়বে বিশ্বের আর্থিক বৃদ্ধিতে। সেই ঝুঁকিও থাকছে। বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষ এখনও আশঙ্কিত। তার প্রভাব পড়বে আর্থিক ক্ষেত্রে। সব মিলিয়ে অর্থনীতিবিদদের অভিমত, আমরা চ্যালেঞ্জিং সময়ে রয়েছি।