বর্ধমান ওয়েভের উদ্যোগে বর্ধমান ১ নম্বর ব্লকের আমতলা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান করা হল। নালায় ছাড়া হল গাপ্পি মাছের চারা।
আবার একটি কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান ওয়েভ। শনিবার বেলকাশ গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানাে হল। নালায় মশার বৃদ্ধি রুখতে ছাড়া হল পাঁচ শতাধিক গাপ্পি মাছের চারা।
Advertisement
বর্ধমান ওয়েবের সদস্য অভিজিৎ ভুইমালি জানিয়েছেন, সারা বছর তাঁরা নানা কর্মসূচি পালন করে আসছেন। পরিবেশ বাঁচাতে গাছ লাগানাে, কোভিড সংক্রান্ত সচেতনতা প্রচার করেছেন। শিশুদের পাঠশালা পাশে দাঁড়িয়েছেন। আজ মাছ ছাড়া হলে এলাকায় ব্লিচিং ও চুন ছড়ানাে হল। রবিবার সংগঠনের পক্ষ থেকে রামশিস হিন্দি হাইস্কুলে বিকেলে বিজয়া সম্মিলনীর আয়ােজন করা হয়েছে।
Advertisement
Advertisement



