• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ইস্তফা দিলেন জেট এয়ারওয়েজ চেয়ারম্যান নরেশ ও তাঁর স্ত্রী অনিতা গয়াল

জেট এয়ারওয়েজের বোর্ড অফ ডিরেক্টরস থেকে ইস্তফা দিলেন চেয়ারম্যান নরেশ গয়াল ও তাঁর স্ত্রী অনিতা গয়াল।

জেট এয়ারওয়েজ (File Photo: Jet Airways)

দিল্লি, ২৫ মার্চ – জেট এয়ারওয়েজের বোর্ড অফ ডিরেক্টরস থেকে ইস্তফা দিলেন চেয়ারম্যান নরেশ গয়াল ও তাঁর স্ত্রী অনিতা গয়াল। কপর্দক শূন্য এয়ারলাইনের তরফে জানানো হয়েছে, সস্ত্রীক গয়াল ইস্তফা দেওয়ার পরই একাধিক ব্যাঙ্ক ঋণ হিসেবে জেট এয়ারওয়েজকে ১৫০০ কোটি টাকা দেবে। জেট এয়ারওয়েজের ভান্ডার শুন্য থাকার কারণে পাইলটের মাইনে, সাপ্লায়ার্সদের বকেয়া টাকা ও ব্যাঙ্কের ঋণ মেটানো সম্ভব হচ্ছিল না। ফলে বেশিরভাগ এয়ারক্রাফটও ওড়ানো সম্ভব হচ্ছিল না। পাশাপাশি ঋণদাতারা গয়ালকে বোর্ড অফ ডিরেক্টরস থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। নরেশ গয়াল ও তাঁর স্ত্রী অনিতা গয়াল ২৫ বছর আগে জেট এয়ারওয়েজ চালু করেছিলেন। জেট এয়ারওয়েজের তরফে ঘোষণা করা হয়েছে, দু’জন ঋণদাতাকে নমিনি ডিরেক্টর হিসেবে বোর্ড অফ ডিরেক্টরসে নেওয়া হবে। লক্ষণীয়, গয়ালের বোর্ড অফ ডিরেক্টরস থেকে ইস্তফা দেওয়ার পরই জেট এয়ারওয়েজের শেয়ার বচ্ছ্র শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। এতদিন ০.৯ শতাংশ ছিল, যা নিয়ে বিশ্বব্যাপী শেয়ার বাজারে উদ্বেগ তৈরি হয়েছিল। জেট এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে, অন্তবর্তী ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিদিনের কাজকর্ম পরিচালনা করবে। জেট এয়ারওয়েজের ১১৯টি এয়ারক্রাফটের মধ্যে অর্থাভাবে ৫৪টি বিমান ও রক্ষণাবেক্ষণের অভাবে ২৪টি বিমান ওড়ানো সম্ভব হচ্ছিল না।