• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

লাদাখে ঢুকে পড়া চিনা সেনাকে ফেরত পাঠালাে ভারত

লাদাখের ডেমচক সেক্টর থেকে পাকড়াও করা চিনা কর্পোরেলকে বুধবার পিএলএ-র হাতে তুলে দিল ভারতীয় সেনাবাহিনী।

প্রতিকি ছবি (Photo: IANS)

লাদাখের ডেমচক সেক্টর থেকে পাকড়াও করা চিনা কর্পোরেলকে বুধবার পিএলএ-র হাতে তুলে দিল ভারতীয় সেনাবাহিনী । রবিবার তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। 

বুধবার সকালে বিবৃতি প্রকাশ করে লাল ফৌজ জানিয়েছে, ভারত চিনা সেনাবাহিনীর এক সদস্যকে ফিরিয়ে দিয়েছে। সােমবার রাতে পিএলএ জানায়, রবিবার রাতে ভারত-চিন সীমান্ত লাগােয়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে তাদের এক সেনা নিখোঁজ হয়েছে।

দ্বিপাক্ষিক চুক্তির সূত্র অনুসারে তাকে ফেরত দিতে ভারতীয় সেনাবাহিনীর কাছে আর্জি জানায় লাল ফৌজ। লাদাখের ডেমচকে চিনা সেনা আটকের কথা সােমবারই জানায় ভারতীয় সেনাবাহিনী। ওই কর্পোরেল সম্পর্কে তথ্য জানতে পিএলএ’র সঙ্গেও যােগাযােগ করা হয়।

প্রসঙ্গত গত সেপ্টেম্বর মাসে পাঁচ ভারতীয় গ্রামবাসী অরুণাচল প্রদেশের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চিনা ভূখণ্ডে ঢুকে পড়ে। তাদের গুপ্তচর বলেও দাবি করেছিল চিনা বাহিনী। আদতে তারা ওই অঞ্চলের ট্যাগিন জনজাতির সদস্য। ওই পাঁচ গ্রামবাসী শিকার করতে বেরিয়ে ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ফেলেছিল।