জ্বর নেই, কাটছে তন্দ্রাচ্ছন্ন ভাব। ক্রমশ সুস্থতার পথে সৌমিত্র।
সৌমিত্র চট্টোপাধ্যায় যে হাসপাতালে চিকিৎসাধীন, সেখানকার মেডিক্যাল বুলেটিনে শুক্রবার তার শারীরিক অবস্থার সম্বন্ধে জানানো হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভাল ঘুম হয়েছে বর্ষীয়ান এই অভিনেতার। অক্সিজেন স্যাচুরেশন লেভেলও এখন স্বাভাবিক। নিয়ন্ত্রণে রয়েছে সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা।
নতুন করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোন শারীরিক জটিলতা তৈরি হয়নি। তন্দ্রাচ্ছন্ন ভাবও ক্রমশ কেটে যাচ্ছে। অন্যদের কথা শোনা এবং বোঝার পাশাপাশি নিজের কথা বলারও চেষ্টা করছেন তিনি।
তবে এখনো তাকে পুরোপুরি সংকটমুক্ত বলা যাচ্ছেনা। বৃহস্পতিবার রাতেও বাইপ্যাপ সাপোর্ট লেগেছে তার। সঙ্গে ছিল ন্যাজাল মাস্ক। মাঝেমধ্যে শরীরে অক্সিজেনের মাত্রা হেরফের করার জন্যই এই ব্যবস্থা নিতে হচ্ছে। তবে শরীরের হৃদযন্ত্র,কিডনি, লিভারসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সচল রয়েছে। যদিও ইউটিআই-এর সমস্যা এখনো রয়ে গিয়েছে। এখনো আইসিইউতে রাখা হয়েছে প্রবীণ এই অভিনেতাকে।