মুর্শিদাবাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা ‘সঞ্জীবনী’ এর উদ্যোগে শনিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুর ‘স্টুডেন্টস হেলথ হােম’- এর ঘরে।
করােনা আবহে জেলার প্রতিটি হাসপাতালে রক্তের সংকট চলছে। এরকম পরিস্থিতিতে এই সংস্থার উদ্যোগে এ বছর এ নিয়ে দ্বিতীয়বার রক্তদান শিবিরের আয়ােজন করা হল। এই শিবিরের সূচনা করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কে শবরী রাজকুমার।
এদিন প্রায় পঞ্চাশজন রক্তদান করেন। তাদের মধ্যে এগারাে জন মহিলা ছিলেন। প্রত্যেকের হাতে একটি করে স্মারক এবং চারাগাছ তুলে দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন বহরমপু্র কেন্দ্রীয় সংশােধনাগারের চিকিৎসক রবিশঙ্কর প্রসাদ, শিক্ষক পুস্পক পাল, সংস্থার সম্পাদক প্রেমানন্দ মণ্ডল সভাপতি কৌস্তভ পাল, সংস্থার রক্তসঞ্চালকের দায়িত্বে থাকা বিক্রম দে, পার্থসারথী দত্ত প্রমুখ।
প্রেমানন্দ মণ্ডল, কৌস্তভ পাল বলেন, “ শিবির করা ছাড়াও আমাদের সংস্থার সদস্যরা প্রয়ােজন হলেই হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসে। এই কাজটা আমাদের সারাবছর ধরেই চলছে। করােনা আবহে রক্তের সংকট ক্রমশ বাড়ছে হয়রানির শিকার হচ্ছেন মানুষ। এক ইউনিট রক্তের জন্য দরজায় দরজায় ঘুরছেন।
এদিকে তাকিয়ে এরমধ্যে আমরা দুটি শিবির করে রক্ত সংগ্রহ করে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পৌঁছেছিলাম। এরপরও যদি কারও রক্তের প্রয়ােজন হয়, তাহলে আমাদের খবর দিলেই আমরা তাদের কাছে পৌছে যাবাে।