ফের অনুপ্রবেশ বানচাল করল ভারতীয় সেনা- তবে এবার পাক জঙ্গি নয়, অস্ত্র ও অস্ত্র সরঞ্জাম। কুপওড়া জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণরেখায় এ কে ৭৪ রাইফেল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনা আধিকারিক জানিয়েছে, ‘টহলরত জওয়ানরা লক্ষ্য করেন দু’তিন জন মিলে কিষেণগঙ্গা নদীর মধ্যে দড়ি দিয়ে বাঁধা টিউবে করে কিছু সামগ্রী পাচার করছে। সঙ্গে সঙ্গে জওয়ানরা নদী সংলগ্ন এলাকায় পৌছে আগ্নেয়াস্ত্র ভর্তি দুটো ব্যাগ উদ্ধার করে। তার মধ্যে চারটি একে ৭৪ রাইফেল, আটটি ম্যাগাজিন, ২৪০ রাউন্ড গুলি উদ্ধার করে। এলাকাটি ঘিরে দিয়ে তল্লাশি চালানাে হচ্ছে।’
তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর থেকে দ্বিতীয়বর জঙ্গিরা অস্ত্রপাচার করার চেষ্টা করেছিল, তা ভারতীয় জওয়ানদের। তৎপরতায় বানচাল করা গেছে। কোর কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল বি এস রাজু (চিনার কোর) বলেন, ‘পাকিস্তানের মানসিকতায় কোনও পরিবর্তন হয়নি। আমরা ভবিষ্যতেও ওদের চেষ্টা বানচাল করব।’