• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কেরলের ওনাম থেকে শিক্ষা, গুজরাতে এবার হবে না গরবা

দেশের আর্থিক মন্দার কারণে গুজরাতে দশদিন ধরে যে নবরাত্রি উৎসব হয় তাতে বিনিয়ােগের পরিমাণ এক ধাক্কায় ১৫ কোটি থেকে নেমে হয়েছিল ৫ কোটি।

প্রতীকী ছবি (Photo: iStock)

দেশের আর্থিক মন্দার কারণে গুজরাতে দশদিন ধরে যে নবরাত্রি উৎসব হয় তাতে বিনিয়ােগের পরিমাণ এক ধাক্কায় ১৫ কোটি থেকে নেমে হয়েছিল ৫ কোটি।

শুক্রবার সরকারি বিবৃতিতে জানানাে হয়েছে , এবার গরবা নাচের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হচ্ছে না । ছােটবড় মাঝারি কোনও ধরনেরই অনুষ্ঠান হবে না। নির্দেশিকা অনুসারে কোনও প্রসাদ বিতরণ করা যাবে না।

সমস্ত অনুষ্ঠান এক ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কনটেনমেন্ট জোন ছাড়া অন্যান্য অঞ্চলে সামাজিক শিক্ষামূলক বিনােদন ও শর্তসাপেক্ষে যে অনুষ্ঠানগুলির অনুমতি দেওয়া হয়েছে তার সময়সীমা ১ ঘণ্টা। ৬ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ২০০ জনের বেশি জমায়েত করা যাবে না।