আসানসােলে এক কর্মী সম্মেলনে এসে রাজ্যের শাসিত দল তৃণমূল কংগ্রেস কে আক্রমণ করেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গে এখন তৃনমুলের রাজত্বে যে পরিবেশ ও পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এই রাজ্যে সংবিধানের ৩৫৬ ধারা প্রযাগ করে রাষ্ট্রপতির শাসন জারি করাই যায়।
কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই কাজ করবে না। বিজেপির নেতৃত্ব চান আসন্ন বিধানসভার নির্বাচনে এই রাজ্যের মানুষই গণতান্ত্রিক পথে নিজেদের অধিকার প্রয়োগ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের অত্যাচারি ও দুর্নীতিগ্রস্ত জমানার অবসান ঘটান। আসানসােলে মঙ্গলবার একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
তিনি আরও বলেন, গোটা রাজ্যে চলছে তৃণমূলের মস্তান রাজ। দুদিন আগে টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুরু কে হত্যার ঘটনার সঙ্গে তৃণমুলের লােকেরাই জড়িত বলেও এদিন উল্লেখ করেন। পাশাপাশি এও অভিযােগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমস্ত বিরােধী নেতাদের ফোনে আড়ি পাতে।