• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের বাজেট বাড়ালো রেলের

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হলে যানজটের সমাধান হবে। শহরাঞ্চলের মধ্যে যোগাযোগের উন্নতি হবে।

ইস্ট-ওয়েস্ট কলকাতা মেট্রো। (Photo: Kuntal Chakrabarty/IANS)

করোনার মধ্যেও এল সুখবর। ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাজেট বাড়ালো কেন্দ্র। এই প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ধার্য করা হয়েছে 2021 সালের ডিসেম্বর মাসের মধ্যে। প্রস্তাবিত বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৮,৫৭৫ কোটি টাকা।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো যাত্রা পথের দৈর্ঘ্য ১৬.৬ কিলোমিটার। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে থাকবে মোট 12 টি স্টেশন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হলে যানজটের সমাধান হবে। শহরাঞ্চলের মধ্যে যোগাযোগের উন্নতি হবে।

গত রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ভূগর্ভস্থ স্টেশন ফুলবাগানের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রী। সেই দিনই তিনি জানিয়েছিলেন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো কাজটি শেষ করার সময় ধার্য করা হয়ে গিয়েছে। বুধবারের ঘোষণার পর জানা গেল একুশের ডিসেম্বরের মধ্যে চালু হয়ে যেতে পারে জোকা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।