• facebook
  • twitter
Tuesday, 3 December, 2024

এবার ধর্ষিতা-শিশুর মৃত্যু হল দিল্লির হাসপাতালে

হাথরাসের দলিত তরুণীকে ধর্ষণ করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সারাদেশ। এবং তারই মধ্যে আরো একটি ঘটনা ঘটল এবং তার সঙ্গে নাম জোরালো হাথরাসের

প্রতিকি ছবি (Photo: IANS)

হাথরাসের দলিত তরুণীকে ধর্ষণ করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সারাদেশ। এবং তারই মধ্যে আরো একটি ঘটনা ঘটল এবং তার সঙ্গে নাম জোরালো হাথরাসের।

জানা গিয়েছে চার বছরের এক শিশুর উপর তার মাসতুতো ভাই যৌন নির্যাতন চালিয়েছিল। সেই শিশুটির মৃত্যু হয়েছে সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে।

উত্তরপ্রদেশের আলিগড়ের ইখলাস এলাকায় মাসির বাড়িতে শিশুটিকে বন্দি করে রাখা হয়েছিল। 17 সেপ্টেম্বর পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালায় বলে আলিগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট জি মুনির জানিয়েছেন।

ওই বাড়িটি তল্লাশি করে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শিশুটিকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে এই শিশুটির মৃত্যু হয়।