• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে কংগ্রেস বিধায়ককে আইনি নোটিশ পাঠালেন শচীন

গত কয়েক সপ্তাহ ধরে টানটান নাটক চলছে রাজস্থানে। কংগ্রেসের অভ্যন্ত্ৰীণ লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত।

শচীন পাইলট (File Photo: Twitter | @SachinPilot)

তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক গরিরাজ সিং মালিঙ্গা। বলেছিলেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য শচীন পাইলট তাঁকে ৩৫ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন। সোমবার ওই অভিযোগ ওঠার পরেই শচীন পাইলট জানিয়েছিলেন ভিত্তিহীন এই অভিযোগের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।

মঙ্গলবারই ওই বিধায়ককে আইনি নোটিশ পাঠিয়েছেন শচীন। মরুরাজ্যের তরুণ নেতার অনুগামীরা তা সংবাদমাধ্যমে স্বীকারও করেছেন। অভিযোগকারী বিধায়ক গিরিরাজ সিং মালিঙ্গা আগে বহুজন সমাজ পার্টিতে ছিলেন। পরে তিনি কংগ্রেসে যোগ দেন।

তাঁর কথায়- ডিসেম্বর মাস থেকে তাঁকে অফার দেওয়া হয়েছে। আমি তাঁদের বারবার বলেছি, আমার পক্ষে এই প্রস্তাবে রাজি হওয়া সম্ভব নয়। শচীন পাইলট আমার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছিলেন আপনার কত টাকা চাই? তিনি ৩৫ কোটি টাকা পর্যন্ত দিতে রাজি ছিলেন।

মালিঙ্গার দাবি, দুর্নীতির জন্যই তিনি বিএসপি ছেড়েছিলেন। এখন যদি তিনি কংগ্রেস ছাড়েন, তাহলে প্রকাশ্যে মুখ দেখাতে পারবেন না। মালিঙ্গা আরও বলেন, তিনি অশোক গেহলটকে সাবধান করে বলেছিলেন দল ভাঙার চেষ্ট করা হচ্ছে. মুখ্যমন্ত্রী বলেছিলেন, চিন্তা করবেন না। আমরা সব সমস্যারই সমাধান করব।

গত কয়েকদিন জয়পুরের এক রিসর্টে রয়েছে কংগ্রেস বিধায়করা। সেখানে গত সোমবার মালিঙ্গা এই অভিযোগ তোলেন। ঘুষের অভিযোগ শুনে শচীন পাইলট বলেছিলেন, এই অভিযোগ শুনে দুঃখ পেয়েছি। কিন্তু অবাক হইনি। বোঝাতে চান, অশোক গেহলট শিবির যে তাঁর বিরুদ্ধে এই সব হতে পারে তা তাঁর জানাই ছিল।

এর আগেও তাঁর বিজেপি যোগের জল্পনা নিয়ে শচীন বলেছিলেন, গান্ধি পরিবারের সামনে তাকে অপদস্থ করতেই এই সব কথা রটিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে টানটান নাটক চলছে রাজস্থানে। কংগ্রেসের অভ্যন্ত্ৰীণ লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত।

২০০ সদস্য বিশিষ্ট রাজস্থান বিধানসভায় মুখ্যমন্ত্রী গেহলটের পক্ষে আছেন ১০২ জন বিধায়ক। গরিষ্ঠতা পেতে যতজনের সমর্থন প্রয়োজন, তার চেয়ে মাত্র একজন বিধায়ক বেশি আছে গেহলটের পক্ষে। বিজেপির পক্ষে আছেন ৭২ জন বিধায়ক। শচীন পাইলটের শিবিরে আছেন ১৯ জন বিধায়ক।