• facebook
  • twitter
Wednesday, 25 September, 2024

শহর বা এলাকাভিত্তিক লকডাউন ঘোষণা করতে পারবেন জেলাশাসকরা

কোনও শহর বা এলাকা যদি করোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করার দরকার হয়, এবার সেই সিদ্ধান্ত নিতে পারবেন জেলাশাসকরা। রাজ্য সরকার এমনই নির্দেশ দিয়েছে এদিন।

প্রতিকি ছবি (File Photo: iStock)

রাজ্যে একদিনে আক্ৰান্ত ২,২৭৮ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। কঠোর হচ্ছে রাজ্য প্রশাসনও। কোনও শহর বা এলাকা যদি করোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করার দরকার হয়, এবার সেই সিদ্ধান্ত নিতে পারবেন জেলাশাসকরা। রাজ্য সরকার এমনই নির্দেশ দিয়েছে এদিন।

সব জেলাশাসককে অ্যাডভাইসরি পাঠিয়ে স্বরাষ্ট্র দফতরের থেকে বলা হয়েছে, জেলাশাসকরা দরকার মতো স্থানীয় পরিস্থিতি বুঝে ৫ থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করতে পারেন। সেই সঙ্গে জানানো হয়েছে, কনটেনমেন্টে জোনে লকডাউন চলবে ৩১ জুলাই পর্যন্ত।

কলকাতা সহ রাজ্যের ৬ শহরে ১৫ জুলাই থেকে শুরু হয়েছে শহরভিত্তিক কড়া লকডাউন। সেই শহরগুলি হল কলকাতা, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, রায়গঞ্জ এবং শিলিগুড়ি। সরকার আগেই ঘোষণা করেছিল এই শহরগুলির নাম। এবার নবান্ন জানাল, কোন জেলায় কোথায় কেমন পরিস্থিতি তা জেলা প্রশাসন বিচার বিবেচনা করে ঠিক করতে পারবেন লকডাউনের স্থান ও মেয়াদ।