• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিধিনিষেধ অগ্রাহ্য করলে মহারাষ্ট্রে কড়া লকডাউন, হুঁশিয়ারি উদ্ধবের

রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪,০৪১।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। (Photo: Twitter | @CMOMaharashtra)

মহারাষ্ট্রে বর্তমান পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ফের লকডাউন বলবৎ হতে পারে। যদি নতুন করে লকডাউন করতে হয়, তা যে অত্যন্ত কড়া ভাবে হবে বুধবার সে ইঙ্গিত দিয়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে এদিন অত্যন্ত কড়া মনোভাব ব্যক্ত করে রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে যে বিধিনিষেধ রয়েছে, তা সকলকে মেনে চলতে হবে। এই বিধিনিষেধের প্রতি সামান্য অসম্মান প্রদর্শন, সরকার বরদাস্ত করবে না। দরকার হলে, পুনরায় কড়া ভাবে লকডাউন বলবৎ করতে হবে।

মহারাষ্ট্রে লোকাল ট্রেন পরিষেবা যাতে চালু করা যায়, তার জন্য কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্ধব এদিন বলেন, জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত, তাদের সমস্যার কথা জানিয়ে কেন্দ্রকে অনুরোধ করেছি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, হাসপাতালের কর্মীরা ছাড়াও নানাবিধ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অনেকেই মুম্বইয়ের বাইরে থাকেন। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায়, প্রত্যন্ত এলাকা থেকে তাদের অনেকেই মুম্বইয়ে আসতে পারছে না। কাজেও যোগ দিতে পারছে না। ফলে, বাণিজ্যনগরীর হাসপাতালগুলিতে লোকবল নিয়ে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। লোকাল ট্রেন পরিষেবা চালু না হলে, এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে তিনি মনে করেন। লোকাল ট্রেনের এই গুরুত্বের কথাই তিনি কেন্দ্রকে জানিয়েছেন।

উদ্ধব ঠাকরে জানান, একমাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের সময়েই লোকাল ট্রেন চালুর বিষয়টি জানিয়েছিলেন। যদিও কেন্দ্রের তরফে এখনও কোনও সবুজসংকেত তিনি পাননি।

ঠাকরে বলেন, রাজ্যে এরই মধ্যে ৯০,৭৮৭ জন করোনা আক্রান্ত হয়েছে। যে গতিতে রোজ সংক্রমণ বাড়ছে, তাতে পুনরায় লকডাউনের কথা ভাবতে হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণ করতেই লকডাউন প্রাসঙ্গিক হয়ে পড়ছে। লোকজন যে ভাবে তুড়ি মেরে সরকারি নির্দেশিকা উপেক্ষা করছে, তাতে ভীষণ ক্ষুব্ধ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

মহারাষ্ট্র পুলিশের রিপোর্ট বলছে, ২২ মার্চ থেকে এ পর্যন্ত ১ লক্ষ ২৪ হাজার ৩৬৯ টি মামলা দায়ের করতে হয়েছে। এই মামলাগুলি হয়েছে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায়। লকডাউনের নিয়ম না মানার কারণে। রাস্তায় নেমে পুলিশ নিগ্রহের অভিযোগে আবার গ্রেফতার হয়েছেন ৮৪৬ জন।

উদ্ধবের কথায়, ‘অর্থনীতির পুনরুজ্জীবনে ছাড়া দেওয়াটা জরুরি। তাই লকডাউনের মধ্যেও ছাড় দেওয়া হয়েছে। কিন্তু, সরকারি নির্দেশ রাজ্যের মানুষ অবজ্ঞা করলে, এই ছাড় প্রত্যাহার করে, কড়া লকডাউনে যেতে বাধ্য হবে মহারাষ্ট্র সরকার।’

কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে ৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে মহারাষ্ট্রে। কিন্তু, প্রথম আনলক ১-র পর অনেক জায়গায় যে হারে লোকজনের জমায়েত শুরু হয়েছে, তাতেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মহারাষ্ট্রবাসী রাজ্য সরকারের সঙ্গে প্রথম থেকেই সহযোগিতা করছে। কিন্তু, সরকারি নিয়ম লঙ্ঘনের চেষ্টা হলে, সরকার পুনরায় লকডাউনে বাধ্য হবে।’

রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪,০৪১। মারা গিয়েছেন ৩,৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৫৪ জন। বুধবার পর্যন্ত রাজ্যে ৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৪ জনের করোনা টেস্ট হয়েছে। সুস্থ হয়ে উঠেছে ৪৪ হাজার ৫১৭ করোনা রোগী।