গত চব্বিশ ঘণ্টায় দেশে ছয় হাজারের বেশি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ কুড়ি হাজার। মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লিতে সংক্রমণের সংখ্যা বৃদ্ধিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উদ্বেগ বাড়িয়েছে।
গত চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাড়ে তিন হাজারের বেশি। কেবল মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে দেড় হাজার জনের, ৭৭৩ জনের মৃত্যু হয়েছে গুজরাতে, মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৭০, পশ্চিমবঙ্গে ২৫৯।
মৃতের তালিকায় দিল্লিতে ১৯৪, রাজস্থানে ১৫১, উত্তরপ্রদেশে ১৩৮ করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র শীর্ষে রয়েছে, দেশে মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই সেখানে মোট আক্রান্তের সংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার।
এর মধ্যে মুম্বই শহরেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু প্রায় চৌদ্দ হাজার, গুজরাতে আক্রান্তের সংখ্যা তেরো হাজার, দিল্লিতে আক্রান্তের সংখ্যা বারো হাজার, রাজস্থানে আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় হাজার, মধ্যপ্রদেশে ছয় হাজার, উত্তরপ্রদেশে সাড়ে পাঁচ হাজার, অন্ধ্রপ্রদেশে তিন হাজার, পাঞ্জাবে আড়াই হাজার, বিহারে দুই হাজার, তেলেঙ্গানায় দেড় হাজারের বেশি, কর্নাটকে দেড় হাজার, জম্মু কাশ্মীরে দেড় হাজার, ওড়িশায় এগারোশো ও হরিয়াণায় এক হাজারের কিছু বেশি।
পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা তিন হাজার দুশো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা চুরানব্বই। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৫৯ জনের। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১৮৭, বাকি বাহাত্তর জনের মৃত্যু হয়েছে কো মর্নিডিটির কারণে। এরই মধ্যে আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা সাড়ে আটচল্লিশ হাজার। চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন সাড়ে তিন হাজার জন।