• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্লেন সফরে বাধ্যতামূলক আরোগ্য সেতু অ্যাপ, চাই হ্যান্ড স্যানিটাইজার

বিমানযাত্রীদের জন্য আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করলো এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।

প্রতিকি ছবি (File Photo: iStock)

মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ না থাকলে প্লেন ধরা যাবেনা। বিমানযাত্রীদের জন্য আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করলো এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। শুক্রবার একটি নির্দেশিকা জারি করে এই খবর জানানো হয়েছে।

এয়ারপোর্ট অথরিটির জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে প্লেন ধরার জন্য এয়ারপোর্ট রওনা হওয়ার আগে যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপে ওয়েব-চেক করে নিতে হবে এবং বোর্ডিং পাসের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। সহযাত্রীদের থেকে অবশ্যই চার ফুটের দূরত্ব রাখতে হবে যাত্রীরেক। মাস্ক ও অন্যান্য ‘প্রটেকটিভ গিয়ার’ পরতে হবে যাত্রীকে।

এছাড়া বিমানযাত্রীর সঙ্গে অবশ্যই ৩৫০ মিলিলিটারের হ্যান্ড স্যানিটাইজারের বোতল রাখতে হবে। মাঝেমাঝেই হাত ধোওয়া এবং হাত স্যানিটাইজ করতে হবে যাত্রীদের। বেশ কয়েকটি নিয়মনীতি মেনে ফের চালু হতে পারে ঘরোয়া উড়ান পরিষেবা।