• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ইথিওপিয়া বিমান দুর্ঘটনায় নিহত চার ভারতীয়ের পরিবারকে সাহায্যের আশ্বাস সুষমার

ইথিওপিয়া বিমান দুর্ঘটনায় নিহত চার ভারতীয়ের পরিবারকে যোগাযোগ করেন বিদেশ ম্নত্রী সুষমা স্বরাজ । নিহতদের পরিবারকে সবরকম সাহায্য করবে ভারতীয় দূতাবাস।

সুষমা স্বরাজ

ইথিওপিয়া বিমান দুর্ঘটনায় নিহত চার ভারতীয়ের পরিবারকে স্ মস্ত রকমের সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।পাশাপাশি তিনি ইথিওপিয়া ও কেনিয়াতে ভারতীয় মিশনকে নির্দেশ পাঠিয়েছেন দুর্ঘটনায় নিহত চার ভারতীয়ের পরিজনদের দ্রুত সমস্ত রকমের সহায়তা ক্রার।নাইরোবিগামী ইথিওপিয়া এয়ারলাইন্সের বিমানটি আদ্দিস আবাবা বিমানবন্দর থেকে উড়ান গ্রহণ করার পরই ভেঙ্গে পড়ে।বিমান দুর্ঘটনায় মৃত ১৫৭জনের মধ্যে চার ভারতীয়ের নাম শিখা গর্গ(ইউনাইটেড) নেশ্ ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কন্স্যাল্ট্যান্ট),পান্নাগেস ভাস্কর বৈদ্য,হাসিনি পান্নাগেস বৈদ্য,নুকাভারাপু মণীশা।সুষমা বলেন, টরেণ্টোয় মিস্টার বৈদ্যের ছেলের সঙ্গে কথা হয়েছে। বৈদ্য পরিবারের মোট ৬জন সদস্যের একাধিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেনে ভেঙ্গে পড়েছি। আমি গভীর সমবেদনা জানাই।কেনিয়া ও ইথিওপিয়ায় ভারতীয় দূতাবাসকে নিহতদের পরিবারকে সমস্ত রকমের সহায়তা দিতে বলা হয়েছে। নুকাভারাপু মণীশার পরিবারের এক সদস্যের টুইটের জবাবে তিনি বলেন, ‘নাইরোবির হাইক্মিশ্নাররাহুল ছাব্রাকে সমস্ত রকমের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে’ । শিখা গর্গের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে বলে জানিয়ে সুষমা স্বরাজ বলেন , ‘একাধিকবার তাঁর স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা ক্রেছী।তাঁর পরিজনের সঙ্গে  যোগাযোগ করার জন্য আমাকে সাহায্য করুন’।