• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

বায়োপিকে অভিনন্দন

আই এ এফ উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে তৈরী হতে চলেছে বায়পিক। পছন্দের তালিকায় প্রথমেই নাম উঠে আসছে রণবীর সিং এর।

বায়োপিকে অভিনন্দন (Photo: IANS)

আই এ এফ উইং কমান্ডার অভিনন্দন বর্তমান বীর যোদ্ধা। তাঁকে নিয়ে আসমুদ্র হিমাচল সকলেই গর্বিত। দেশের সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের সেলিব্রিটিরাও তাঁর বীরত্বে মুগ্ধ হয়ে এখন অনেকে চলচ্চিত্র নির্মাতাই তাঁকে নিয়ে ছবি করতে আগ্রহী। সিনেপ্রেমী মানুষও এই বীর যোদ্ধাকে সিলভার স্ক্রীণে দেখতে যে আগ্রহী সে বিষয়ে কোন সন্দেহ নেই। আর তাঁর বায়পিকে তো যে কাউকে নেওয়া যায় না। তাই পছন্দের তালিকায় প্রথমেই নাম উঠে আসছে রণবীর সিং এর।

এখন এটাই দেখার যে আদতে সত্যিই এই যোদ্ধার বীরগাথা পর্দায় ভেসে ওঠে কিনা, আর নাম ভূমিকায় আমরা রণবীর সিং কেই দেখবো কিনা!