• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

করোনা সচেতনতায় পথে নামলেন মমতা

প্রতিবাদ জানাতে বারবার পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা প্রতিরোধের বার্তা দিতে আবারও পথে নামলেন মুখ্যমন্ত্রী।

করোনা সচেতনতায় পথে নামলেন মমতা। (File Photo by Dibyangshu SARKAR / AFP)

প্রতিবাদ জানাতে বারবার পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা প্রতিরোধের বার্তা দিতে আবারও পথে নামলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলের সদস্যরা যখন শহর কলকাতায় কিছু অঞ্চল পরিদর্শনের জন্য উদগ্রীব, ঠিক তখনই মমতা করোনা সচেতনতার প্রচারে ঘুরলেন শহরের রাস্তায়।

এদিন দুপুর থেকেই মুখ্যমন্ত্রীর গাড়ি ঘুরল শহরের রাজপথে। গাড়ির মধ্যে বসেই মাস্ক সরিয়ে মাইকে করে প্রচার চালালেন মুখ্যমন্ত্রী। কলকাতার রাজাবাজার, পার্কসার্কাস, তপসিয়া, মাঠপুকুর এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। মাইকে বলতে থাকেন করোনায় ভয় পাবেন না, কোথাও কোনও সমস্যা হলে পুলিশকে জানান।

করোনা মোকাবিলায় অবশ্য প্রথম থেকেই পথে নেমেছেন মমতা। কখনও বাজার পরিদর্শনে গিয়েছেন। ইট দিয়ে গোল দাগ কেটে দেখিয়ে দিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রাখার কৌশল। কখনও নাইট শেল্টারের ভবঘুরে কিংবা রিক্সাওয়ালাদের কাছে গিয়ে ত্রাণ বিলি করেছে। মুখের মাস্ক বিলি করেছেন। কখনও আবার রেশন ডিলারদের সঙ্গে সরাসরি কথা বলে খাদ্য বন্টনের হালহদিশ করেছেন।

সেই ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবার আবারও রাস্তায় নামলেন মমতা। এদিন শুধু বঙ্গবাসী সচেতন করাই নয়, সাহায্যের আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, আমি জানি লকডাউনে আপনাদের খুব কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টটুকু আপনাদের সহ্য করতে হবে।

সেইসঙ্গে কারও কোনও অসুবিধে হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন মমতা। কারও কোনও সমস্যা হলে তা কীভাবে সমাধান করা হবে তা নিয়েও বার্তা দেন তিনি। মূলত এদিন সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকাণ্ডলিতে সচেতনতা প্রচারে যান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বিকেলে রাজাবাজার, পার্ক সার্কাস অঞ্চলে গাড়িতে বসে পুলিশের মতোই মাইক হাতে বলতে থাকেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিবারকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে। নিজেদের খেয়াল রাখুন। বাড়িতে থাকুন।

এলাকার জনবিন্যাসের কথা মাথায় রেখে এইসব এলাকায় হিন্দিতেই প্রচার করেন। মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনে কোনও সমস্যা হলে স্থানীয় পুলিশের কাছে জানান। পুলিশ খুব সুন্দরভাবে কাজ করছে। আপনাদের কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা তা দেখতে এসেছি। এই লড়াইয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি।

মাইক হাতে মুখ্যমন্ত্রীকে এদিন জনতা আপ্লুত হয়ে পড়ে। অনেকে হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান, কেউ বাড়ির জানালা থেকে কথা বলতে চান। মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। তাই আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না গাড়িতে বসেই কথা বলতে হচ্ছে। আপনারা সকলে ঘরে থাকুন। ভালোভাবে খাওয়াদাওয়া করুন।

পার্ক সাকাসের পর তপসিয়াতে গিয়েও একইভাবে জনগণকে সচেতন করেন মুখ্যমন্ত্রী। বলেন, মুখে মাস্ক পরুন, ঘন্টায় ঘন্টায় হাত ধুয়ে নিন। মুখ্যমন্ত্রীর এই রাজপথে সফরকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। অনেকের বক্তব্য কয়েকটা জায়গায় লকডাউন মানা হচ্ছে না, সেটা আগেই জানতেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় আগ বাড়িয়ে সকলকে সচেতন করে দিলেন তিনি।