• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

‘কখনও সিএম হতে চাইনি, শুধু চাই পরিবর্তন’, নতুন দল ঘােষণায় প্রত্যয়ী রজনীকান্ত

তিনি কোনওদিন মুখ্যমন্ত্রী হতে চাননি। তিনি শুধু চেয়েছেন রাজনৈতিক পরিবর্তন। নিজের দল ঘােষণা করতে গিয়ে এমনই দাবি করলেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত।

রজনীকান্ত (File Photo: IANS)

তিনি কোনওদিন মুখ্যমন্ত্রী হতে চাননি। তিনি শুধু চেয়েছেন রাজনৈতিক পরিবর্তন। নিজের দল ঘােষণা করতে গিয়ে এমনই দাবি করলেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনীতিতে প্রবেশের জল্পনা আগেই বাড়িয়েছিলেন থ্যালাইভা। গত সপ্তাহে তিনি ঘােষণা করেন যে, তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। সেই নিয়েই আয়ােজিত সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার রজনী বলেন, ‘আমি কখনও মুখ্যমন্ত্রী পদের কথা ভাবিনি। বিধানসভায় বসব, এটা ভাবিনি। আমি শুধু রাজনীতিতে একটা পরিবর্তন চেয়েছি। এখনই যদি রাজনীতি ও সরকারে পরিবর্তন না আসে, তাহলে আর তা কখনও হবেনা। আমি দলের প্রধান হয়েই থাকতে চাই।

৬৯ বছরের দাপুটে অভিনেতা চেন্নাইয়ের একটি পাঁচতারা হােটেলে তামিল ভাষায় বলেন, ‘আমাদের রাজনীতিতে দু’জন কিংবদন্তী ছিলেন। একজন জয়ললিতা ও অপরজন করুণানিধি। মানুষ তাদের ভােট দিয়েছেন। কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখন পরিবর্তন আনতে আমাদের নতুন আন্দোলন শুরু করা দরকার।’

অবসরপ্রাপ্ত আইএএস ও আইপিএস অফিসারদের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। যে দলগুলি বর্তমানে রয়েছে, তাদের কারও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই বলে মত থ্যালাইভার। তাঁর নয়া দলে তরুণ প্রজন্মকে কাজ করার সুবিধে করে দিতে চান বলে রজনী জানিয়েছেন। তিনি বলেন, ‘বিগত বছরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে যে বিশ্বাসযােগ্যতা অর্জন করেছি, তাকে কাজে লাগাতে চাই। আশা করি, আমাদের লােকদের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন।’