• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

পুলিশের কড়া নজরদারিতে নদিয়ায় রামনবমীর মিছিল

নদিয়ার কল্যাণীতে বিকেল ৪টের পর থেকে বিভিন্ন জায়গায় মিছিল বের হয়। পদযাত্রা করেই মিছিল বের করেন গেরুয়া শিবিরের কর্মী, সমর্থক ও নেতারা।

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নদিয়া জেলায় কড়া নজরদারি। নদিয়ার কল্যাণী, হরিণঘাটা, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগরে কড়া নজরদারিতে শেষ হল রামনবমীর মিছিল।

নদিয়ার কল্যাণীতে বিকেল ৪টের পর থেকে বিভিন্ন জায়গায় মিছিল বের হয়। পদযাত্রা করেই মিছিল বের করেন গেরুয়া শিবিরের কর্মী, সমর্থক ও নেতারা। যদিও কল্যাণীতে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে রামনবমীর মিছিল।

পুলিশ সূত্রে খবর, কল্যাণী থানার অন্তর্গত ১১টি জায়গায় রামনবমীর মিছিল হয়েছে। মহিলা পুলিশ, র‍্যাফ মিলিয়ে প্রায় ১০০ জন পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অপরদিকে নদিয়ার কল্যাণীর গয়েশপুর, সগুনা অঞ্চলেও বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশের কড়া নজরদারি। নদিয়ার হরিণঘাটা, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগরেও ছিল রামনবমীর মিছিল। সেখানেও পুলিশের ছিল কড়া নজরদারি।

পাশাপাশি মায়াপুর ইসকনেও রামনবমী পালিত হল। রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি রথে চড়িয়ে ইসকন চত্বর ঘোরানো হয়। সেই শোভাযাত্রায় দেশি, বিদেশি ভক্তদের ভিড় ছিল।