দ্বিতীয় বর্ষ স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব -২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলা দল দমদমের শূরের মাঠে চুড়ান্ত প্রস্তুতি সারছে। গতকাল প্রতম থাপার প্রশিক্ষণের ইর্ষ্টান রেলওয়ে দলের বিরুদ্ধে তারা প্রস্তুতি ম্যাচ খেললো। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধেও বাংলা দল প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রস্তুতি ম্যাচে জয় না আসলেও, বাংলা দলের ভালো ফল নিয়ে সহকারী কোচ আদিত্য চ্যাটার্জি বেশ আশাবাদী।
তিনি বললেন, “গরমের মধ্যে কৃত্রিম ঘাসে একদিন অন্তর খেলতে হবে। এটাই প্রধান অসুবিধা। গত একমাস ধরে বাংলা দল প্রস্তুতি সারছে। ইর্ষ্টান রেলওয়ে দলের বিরুদ্ধে ম্যাচ শেষে আপাতত ১৮ জনের দল বেছে নেওয়া হয়েছে। এই দলের সাথে রিলায়েন্স ফাউন্ডেশন ফুটবলে অংশগ্রহণকারী ইষ্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার ক্লাবের ৬ জন ফুটবলার টিমের সাথে যোগদান করবে। এই ২৪ জনের স্কোয়াড থেকে চূড়ান্ত ১৮ জনের দল বেছে নেওয়া হবে। টিমে বিভিন্ন জেলার থেকে নির্বাচিত ফুটবলাররা সুযোগ পেয়েছে। বসন্ত ছেত্রী, রনদীপ বর্মনরা উত্তরবঙ্গ থেকে দলে এসেছে। এছাড়া প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো থেকে শান্তনু নস্কর, রোমিন গোলদাররা দলে আছে। চূড়ান্ত দলে সুযোগ পেতে শেষমুহূর্তে দলের মধ্যে বেশ লড়াই চলছে।”
বাংলা দলের প্রধান কোচ ও গোলকিপার কোচ হিসেবে অর্চিষ্মান বিশ্বাস আছেন ও সৌমাভ ঘোষেরা আছেন। আজকের ইর্ষ্টান রেলওয়ে দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দেখতে আইএফএর কোচেস্ টেকনিক্যাল কমিটির প্রধান গৌতম ঘোষ ও প্রাক্তন ফুটবলার দেবজিত ঘোষ মাঠে উপস্থিত ছিলেন।