• facebook
  • twitter
Monday, 7 April, 2025

বসন্ত উৎসব

পশ্চিমবঙ্গের নানা প্রান্তের মোট বত্রিশটা নাচের দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন চন্দ্রোদয় ঘোষ, জোনাকি সরকার, পার্বতি গুপ্ত প্রমুখ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রায় এক দশক ধরে হয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের বসন্ত উৎসব। এবছর ই.জেড.সি.সি এর রঙ্গমঞ্চে আয়োজিত হয়েছিল বসন্ত উৎসবের। পশ্চিমবঙ্গের নানা প্রান্তের মোট বত্রিশটা নাচের দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন চন্দ্রোদয় ঘোষ, জোনাকি সরকার, পার্বতি গুপ্ত প্রমুখ। তিনটে ভাগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য. নৃত্য পরিবেশনা গুলোর মধ্যে ছিল প্রথমার্ধে ওরে গৃহবাসী (ছোটদের সম্মিলিত), আজি দখিন দুয়ার খোলা (সল্টলেক নর্তনালয়), আজি বসন্ত জাগ্রত দ্বারে (নৃত্যলোক চন্দননগর), ফাগুনের নবীন আনন্দে (মেঘবালিকা নৃত্য ব্যালে), ওরে ভাই ফাগুন লেগেছে (মনোরথ ইন্সটিটিউট অফ ডান্স এন্ড কালচার), সব দিবি কে (ড্রিমস ডান্স ট্রুপ ), দ্বিতীয়ার্ধে আজি কমলমুকুলদল (শিঞ্জিনী ওড়িষী ডান্স একাডেমি, আমার মল্লিকা বনে (চুঁচুড়া সপ্তক), ওগো দখিন হাওয়া (সংগীত নৃত্য কলাকেন্দ্র, চাঁচল, মালদা), মোর বীণা ওঠে (আলোর পাখি সেন্টার ফর পারফর্মিং আর্টস্), তৃতীয়ার্ধে বাসন্তী হে ভুবনমোহিনী (ডান্সার্স গিল্ড) ও চাঁদ তোমায় দোলা (কলাক্ষেত্রম), এ কী লাবণ্যে (শ্রুতি পারফর্মিং ট্রুপ)।