থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেকের শীর্ষ সম্মেলন চলাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক সম্ভবত হচ্ছে না। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। মোদী শুধু থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের মাঝে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে মোদী দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করবেন। সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী যাতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন , সেজন্য বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল।