• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

ভারতে অলিম্পিকের প্রস্তুতি

২০৩৬ সালের অলিম্পিকের পরিকাঠামো তৈরিতে ব্যবহৃত হতে চলেছে ২০১৩ সালে একটি ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত আশারাম বাপুর আশ্রমের জমি।

প্রতীকী চিত্র

২০৩৬ অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত। এই কারণে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। তবে একটি খবরে জানা গিয়েছে যে ২০৩৬ সালের অলিম্পিকের পরিকাঠামো তৈরিতে ব্যবহৃত হতে চলেছে ২০১৩ সালে একটি ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত আশারাম বাপুর আশ্রমের জমি।

সূত্রের খবর অনুযায়ী, ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন গুজরাত সরকার আহমেদাবাদে ৬৫০ একর জমিতে অলিম্পিক্স ভিলেজ গড়ে তুলতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, আশারাম আশ্রম, ভারতীয় সেবা সমাজ এবং সদাশিব প্রজ্ঞা মণ্ডল, এই তিনটি আশ্রমের জমি সরকার অধিগ্রহণ করতে চলেছে অলিম্পিক্সের প্রস্তুতির জন্য। এই কার্যালয়গুলির আইন অনুযায়ী বকেয়া প্রক্রিয়া সম্পূর্ণ হবে খুব শীঘ্রই।

News Hub