• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নীতিশ কুমারের সমালোচনায় মুখর প্রশান্ত কিশোর

২০০৫ সালে বিহার দারিদ্রতম রাজ্যের তকমা পেয়েছিল। এখনও তা অব্যাহত, নীতিশ কুমারের মডেল নিয়ে প্রশ্ন করা হয়নি।

প্রশান্ত কিশাের (File Photo: IANS)

রাজ্যে উন্নয়নের প্রশ্নে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে একহাত নিলেন প্রশান্ত কিশাের । তিনি বলেন, নির্বাচনের আগে ১০০ দিন রাজ্যের সব জায়গায় ‘বাত বিহার কি’ প্রচার করবেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে একহাত নিয়ে বলেন, বিহারে উন্নয়ন হয়েছে, কিন্তু তা পর্যাপ্ত পরিমাণে হয়নি। যদি হত, তাহলে দরিদ্রতম রাজ্যগুলির তালিকায় বিহারের নাম থাকত না। মুখ্যমন্ত্রীর কুশাসনের বিরুদ্ধে প্রচার চালাবেন।

প্রশান্ত কিশাের বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। আমি এখানেই থেকে বিহারের উন্নয়নের লক্ষ্যে কাজ করব। স্থানীয় যুবকদের উন্নয়নের লক্ষ্যে কর্মোদ্যোগী হওয়ার ডাক দিচ্ছি, যারা উন্নয়ন দেখতে চান, বিহারের জন্য কাজ করতে চান তারা আমার সঙ্গে প্রচারে যােগ দিন। আমি চাই তালিকার ২২ থেকে ১০ নম্বরে বিহারের নাম উঠে আসুক, দশটা রাজ্যের মধ্যে বিহারের নাম দেখতে চাই। ২০ মার্চ থেকে প্রচার শুরু হবে।’

তিনি বলেন, ‘জেডিইউ প্রধান বিহারে অনেক উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন। তা সত্ত্বেও দরিদ্রতম রাজ্যগুলির মধ্যে বিহার অন্যতম। যুব সম্প্রদায়কে জীবিকার খোঁজে রাজ্যের বাইরে যেতে হচ্ছে। জেডিইউ-বিজেপি জোট বিহারে কি উন্নয়ন করতে পারবে, সেটা দেখার বিষয়।’

তিনি বলেন, ‘নীতিশ কুমারের নেতৃত্বে ১৫ বছরে বিহারের উন্নয়ন হয়েছে, কিন্তু নতুন জোট কি কোনওভাবে উন্নয়নে সহায়তা করেছে। গডসে মতাদর্শে বিশ্বাসীদের নীতিশ কুমার বাদ দিচ্ছেন।’

২০০৫ সালে বিহার দারিদ্রতম রাজ্যের তকমা পেয়েছিল। এখনও তা অব্যাহত, নীতিশ কুমারের মডেল নিয়ে প্রশ্ন করা হয়নি। মুখ্যমন্ত্রী লালুর শাসনকালের থেকে নীতিশ কুমারের শাসনাধীনে রাজ্যে কতটা উন্নয়ন হয়েছে, তা নিয়ে ফলাও করে বলা হলেও মহারাষ্ট্র ও কর্ণাটকের তুলনায় কতটা উন্নয়ন হয়েছে, তা নিয়ে কথা বলেন না।