ফাঁস হয়ে গিয়েছে ইয়েমেনে মার্কিন হামলার পরিকল্পনা। জনপ্রিয় সমাজ মাধ্যমের একটি গোপন গ্রুপে মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ইয়েমেন হামলার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন ভুলবশত চ্যাটে যোগ করা হয় সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকে। শোনা যাচ্ছে, অসাবধানতাবশত সাংবাদিককে যুক্ত করে ফেলায় ফাঁস হয়ে যায় ইয়েমেনে মার্কিন হামলার পরিকল্পনা। সম্প্রতি এই দাবি করেছেন ওই সাংবাদিক। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া , তিনি এই বিষয়ে কিছুই জানেন না।
ট্রাম্প এই বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। তাঁর দাবি, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। দ্য আটলান্টিকের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।‘ ট্রাম্পকে উদ্ধৃত করে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন, ‘আপনি প্রথমবার আমাকে এই বিষয়ে বলছেন।’