• facebook
  • twitter
Saturday, 29 March, 2025

একশো দিনের টাকা বাড়াতে পুরসভায় বাম-রাম জোট

মেয়র বলেছেন, '১ লক্ষ ৭০ কোটি টাকা আগে কেন্দ্রীয় সরকারের থেকে এনে দিন। আমি তার থেকে ডবল টাকা ১০০ দিনের জন্য দেব।'

নিজস্ব গ্রাফিক্স চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করে আসছেন প্রায় ৩ বছর ধরে বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। ২০২২ সাল থেকে একাধিক বার রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা ছাড়ার আবেদন জানানো হলেও এখনও সেই অর্থ মঞ্জুর করেনি কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায় বিগত ৩ মাস যাবৎ শ্রমিকের না পাওয়া টাকা এবং বেতন বাড়ানো নিয়ে কলকাতা পুরসভায় একসুর বিজেপি ও সিপিএমের।

শনিবার পুরসভায় এই প্রশ্ন তুলেছেন বিজেপি কাউন্সিলর মীনাদেবি পুরোহিত এবং সিপিএমের কাউন্সিলর নন্দিতা রায়। তাঁদের বক্তব্য, ‘কলকাতা কর্পোরেশনের ১০০ দিনের কাজের যে কর্মপ্রকল্প, তাতে ৩ মাস ধরে শ্রমিকদের টাকা আটকে রয়েছে। সেক্ষেত্রে অধিকাংশ গরিব শ্রমিকরা এই কাজ করেন তাঁদের সংসারযাত্রা নির্বাহ করেন ও পরিবার প্রতিপালন করেন। বিগত ৩ মাস যাবৎ যদি টাকা না পান, তাহলে তাঁদের রুটিরুজি কীভাবে হবে? সেই সঙ্গে টাকা বন্ধ হওয়ার কারণ কী?

নন্দিতা রায় ও মিনাদেবী পুরোহিতের উত্তরে মেয়র ফিরহাদ জানিয়েছেন, ‘প্রত্যেকটি ওয়ার্ডে সেই সকল মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী। কারণ, অকারণে তাঁদের মাইনে বন্ধ আছে। আমি এই বিষয় নিয়ে নগরোন্নয়ন থেকে অর্থ দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়ে ছিলাম। পরশুদিন এই সমস্যা মিটেছে।’ আগামী ৩দিনের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ফিরহাদ।

মীনাদেবী পুরোহিতের উদ্দেশে ১০০ দিনের টাকা বাড়ানো প্রসঙ্গে খোঁচা দিয়ে মেয়র বলেছেন, ‘১ লক্ষ ৭০ কোটি টাকা আগে কেন্দ্রীয় সরকারের থেকে এনে দিন। আমি তার থেকে ডবল টাকা ১০০ দিনের জন্য দেব।’