• facebook
  • twitter
Saturday, 15 March, 2025

রাজকোটে হোলির অনুষ্ঠান চলার সময় অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ৩

হোলির অনুষ্ঠান চলাকালীন রাজকোটের একটি আবাসনে আচমকা আগুন লেগে যায়। আবাসনের ভেতরে আটকে পড়েন বহু মানুষ।

হোলির অনুষ্ঠান চলার সময় অগ্নিকাণ্ড। মৃত্যু হল কমপক্ষে তিনজনের। চাঞ্চল্যকর ঘটনাটি গুজরাটের রাজকোটের। হোলির অনুষ্ঠান চলাকালীন রাজকোটের একটি আবাসনে আচমকা আগুন লেগে যায়। আবাসনের ভেতরে আটকে পড়েন বহু মানুষ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুনের উৎপত্তিস্থল আবাসনের সাততলা। নিমেষের মধ্যে অন্য অংশেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

শুক্রবার ওই আবাসনে হোলির অনুষ্ঠান চলছিল। সেই সময় কোনও ভাবে আগুন লেগে যায় আবাসনের একাংশে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয় দেখা যাচ্ছে, ওই আবাসন থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা যাচ্ছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। অগ্নিকাণ্ডের জেরে জখমদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

News Hub