ধানবাদের বেকার বাঁদের রাজেন্দ্র সরোবরের পার্কে বাঙালিদের দ্বারা আয়োজিত দোল উৎসব সম্পূর্ণ শান্তিনিকেতনর মতো পালিত হল। চন্দন স্টুডিও দ্বারা আয়োজিত এই দোল উৎসবে পুরুষ, মহিলা ও শিশু সহ কয়েকশো বাঙালি উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ধানবাদের প্রাক্তন মেয়র চন্দশেখর আগরওয়াল ও তাঁর স্ত্রী বীণা আগরওয়াল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের তালে তালে ছোট ছোট মেয়েরা নৃত্য পরিবেশন করে। সকলের পরনে ছিল সাদা ও হলুদ রঙের লাল পাড়ের শাড়ি। মাথার খোঁপায় ও গলায় পলাশ ফুলের মালা। এই দোল উৎসবে মূলত ভেষজ আবিরে পলাশ ও গাঁদা ফুল ব্যবহার করা হয়। অনুষ্ঠানের শেষে ধানবাদের প্রাক্তন মেয়র চন্দ্র শেখর আগরওয়াল বলেন, এই অনুষ্ঠান নিঃসন্দেহে প্রশংসনীয়। যাঁরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন তাঁদের সকলকে অশেষ ধন্যবাদ। তিনি বলেন, মনে হচ্ছিল, আমরা যেন শান্তিনিকেতের দোল উৎসবে অংশ নিয়েছি।