গত ৩ মার্চ দুবাই থেকে ফেরার পথে বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনা-সহ গ্রেপ্তার হন রান্যা। তিনি কর্নাটকের এক আইপিএস অফিসারের মেয়ে। রাজস্ব গোয়েন্দা দফতরের তদন্তকারীদের অনুমান, এই সোনা পাচারচক্রে রান্যা একা জড়িত নন, এর পিছনে রয়েছে বড়সড় চক্র। এই চক্রের জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।