খাস কলকাতায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। বড়বাজারে একটি বেসরকারি সংস্থার অফিস থেকে ১৫ লক্ষ টাকা লুট হয়েছে। অভিযোগ, ওই বেসরকারি সংস্থার অফিসে ঢুকে মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে ডাকাতরা। তারপর তাঁর হাত-পা বেঁধে ফেলে প্রায় ১৫ লক্ষ টাকা লুঠ করে পালায়। ঘটনার তদন্ত শুরু করেছে বড়বাজার থানার পুলিশ। অফিস ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, তিনজন দুষ্কৃতী এই ডাকাতির ঘটনায় যুক্ত। বড়বাজার থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা সিসিটিভি ফুটেজে দেখেন, তিন ডাকাতের মধ্যে দু’জনের মাথায় ছিল সাদা টুপি ও একজনের লাল টুপি ছিল। প্রথমে একজন অফিসের ভিতরে যান। এর পর ঢোকেন অন্য দু’জন। মিনিট দশেক পর তিনজনকেই হাতে ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বহুতলে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। পাঁচতলার একটি অফিসেই ডাকাতি হয়েছে।
ব্যবসায়ীর অভিযোগ, তিনজন কাজের নাম করে ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। এরপর তাঁর পাশে থাকা টাকার ব্যাগ থেকে লুটপাট শুরু করে। ব্যবসায়ী বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এর পর তাঁর হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। দ্রুত ১৫ লক্ষ টাকা ব্যাগে ভরে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশের সন্দেহ, এর পিছনে বিহারের ডাকাতরা রয়েছে। এদিকে স্ট্র্যান্ড রোড ও কে কে টেগোর স্ট্রিটের সংযোগস্থলে এক ব্যবসায়ীর ব্যাগ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকার লুটের অভিযোগ উঠেছে। হাওড়ার লিলুয়ার বাসিন্দা ওই ব্যবসায়ী পোস্তা থানায় অভিযোগ দায়ের করেছেন।