• facebook
  • twitter
Saturday, 15 March, 2025

রাজ্যসভায় কেজরির যাওয়ার জল্পনা খারিজ আপের

পাঞ্জাব কংগ্রেসের নেতা প্রতাপ সিং বাজওয়া আগেই অভিযোগ করেছিলেন যে, অরোরা আসন ফাঁকা করার অর্থ কেজরীওয়ালের জন্য রাজ্যসভায় ঢোকার পথ প্রস্তুত করা হচ্ছে।

ফাইল ছবি

অরবিন্দ কেজরীওয়ালের রাজ্যসভায় যাওয়ার জল্পনা খারিজ করে দিয়েছে আপ। পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হবেন কেজরীওয়াল, গত কয়েকদিন ধরেই সেই চর্চায় জাতীয় রাজনীতি সরগরম। বুধবার আপের রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরাকে পশ্চিম লুধিয়ানা থেকে উপনির্বাচনের প্রার্থী করায় সেই চর্চা আরও জোরালো হয়। তবে বুধবার এই মনোনয়ন ঘোষণা করার পরই দলের মুখপাত্র নীল গার্গ জানিয়ে দেন অরোরার ভালো কাজের জন্যেই তাঁকে এই আসনে মনোনীত করা হয়েছে। কেজরীওয়ালের রাজ্যসভায় প্রবেশের কোনও পরিকল্পনা নেই। এইসবই বিরোধীদের গুজব বলে জানান তিনি।

পাঞ্জাব কংগ্রেসের নেতা প্রতাপ সিং বাজওয়া আগেই অভিযোগ করেছিলেন যে, অরোরা আসন ফাঁকা করার অর্থ কেজরীওয়ালের জন্য রাজ্যসভায় ঢোকার পথ প্রস্তুত করা হচ্ছে। তবে আপ নেতা গার্গের বক্তব্য, ‘আমরা আগে উপনির্বাচনে মনোনিবেশ করব, তারপর রাজ্যসভা নিয়ে চিন্তাভাবনা করব।’

আবগারি দুর্নীতিকাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেন কেজরীওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ায় বিধায়ক তকমাও হারিয়েছেন তিনি। তারপর থেকেই কেজরীওয়ালকে রাজ্যসভায় পাঠানো হবে, এমন গুঞ্জন শুরু হয়। দিল্লিতে বড় পরাজয়ের পরই পাঞ্জাবে চাপে রয়েছে আপ সরকার।