• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দক্ষিণ আফ্রিকায় আজ টি-২০ সিরিজ জিততে চায় ভারত

দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, ছয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ – এই বারোটি ম্যাচের সফর ভারত শেষ করছে শনিবার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি খেলে। অবশ্যই বিরাট কোহলির দলের লক্ষ্য সিরিজ জয় করা। দ্বিতীয় টি-২০ ম্যাচে সাউথ আফ্রিকা জিতে যাওয়ায় সিরিজ এখন ১-১। তবে শনিবার জয় দিয়েই শেষ করতে চাইছে ভারতীয় বাহিনী। খেলা

দক্ষিণ আফ্রিকায় আজ টি-২০ সিরিজ জিততে চায় ভারত

দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, ছয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ – এই বারোটি ম্যাচের সফর ভারত শেষ করছে শনিবার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি খেলে।
অবশ্যই বিরাট কোহলির দলের লক্ষ্য সিরিজ জয় করা। দ্বিতীয় টি-২০ ম্যাচে সাউথ আফ্রিকা জিতে যাওয়ায় সিরিজ এখন ১-১। তবে শনিবার জয় দিয়েই শেষ করতে চাইছে ভারতীয় বাহিনী। খেলা হবে নিউল্যান্ডসের মাঠে।
ভারত এর আগে এই মাঠে কখনো টি-২০ খেলেনি আর দক্ষিণ আফ্রিকার এই মাঠে রেকর্ড খুব একটা ভালো নয়। তারা আটটা ম্যাচের আটটাতেই হেরেছে। স্বাভাবিকভাবেই শনিবার দক্ষিণ আফ্রিকে কোনও বাড়তি সুবিধা পাচ্ছে না।
এই পরিস্থিতিতে কোহলি অবশ্যই তার বোলিং আক্রমণ পরিবর্তন করার জন্য ব্যস্ত হবেন। যদি বুমরাকে খালানো হয়, তবে উনাদিকাট বাদ যাবেন। শার্দুল ঠাকুরকে তার বোলিংযের গতি পরিবর্তন চাতুরির কথা মাথায় রেখে দলে রাখা হতে পারে।
অক্ষর প্যাটেলকে খেলালে তৃতীয় পেসার হিসাবে দলে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া। শনিবার খেলা শুরু ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে।