• facebook
  • twitter
Saturday, 15 March, 2025

বিদ্যাসাগর সেতুতে বোমাতঙ্ক

মঙ্গলবার দুপুরে বিদ্যাসাগর সেতুর কাছে একটি পরিত্যক্ত টিফিন কৌটো পড়ে থাকতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক।

সোমবার রাতের পর মঙ্গলবারের দুপুর। শহরে ফের বোমাতঙ্ক। এবার ঘটনাস্থল দ্বিতীয় হুগলি সেতু। মঙ্গলবার দুপুরে বিদ্যাসাগর সেতুর কাছে একটি পরিত্যক্ত টিফিন কৌটো পড়ে থাকতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। তারপর পুলিশে খবর দেওয়া হলে, লালবাজার থেকে বিদ্যাসাগর সেতুতে যায় বোম্ব স্কোয়াড। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুরও। তবে তাতে কোনও রকম বিস্ফোরক সামগ্রী মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পথচলতি কোনও ব্যক্তির ব্যাগ থেকে টিফিন বক্স পড়ে গিয়ে বোমাতঙ্কের সৃষ্টি হয়েছিল। উল্লেখ্য, সোমবার রাতেও ঠিক একইভাবে আতঙ্ক ছড়িয়েছিল হরিশ মুখার্জী স্ট্রিটে এক নির্মীয়মাণ বহুতলের সামনে। সেখানে দুটি টিফিন বক্স পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তারপর পুলিশে খবর দেওয়া হলে বোম্ব স্কোয়াড এসে বক্স পরীক্ষা করে।