• facebook
  • twitter
Saturday, 15 March, 2025

সম্বন্ধ ২০২৫

প্রথম দিনে শঙ্কর নারায়ণ স্বামী এবং তাঁর সংস্থার শিল্পীরা, তার পরে সেতারে পন্ডিত অসীম চৌধুরী,তবলায় পন্ডিত অরূপ চ্যাটার্জি পারফর্ম করেন।

সম্প্রতি সম্বন্ধ এর এই সিজিনের দুদিনের অনুষ্ঠান হয়ে গেল জি.ডি.বিড়লা সভাঘরে।ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের উদযাপনে দুই দিনের উৎসবে শিল্পীরা উস্তাদ জাকির হোসেনকে স্মরণ করলেন।এই অনুষ্ঠান তাঁকেই উৎসর্গ করা হয়েছিল।

প্রথম দিনে শঙ্কর নারায়ণ স্বামী এবং তাঁর সংস্থার শিল্পীরা, তার পরে সেতারে পন্ডিত অসীম চৌধুরী,তবলায় পন্ডিত অরূপ চ্যাটার্জি পারফর্ম করেন। উৎসবে বিদুষী প্রীতি প্যাটেলের নান্দনিক কোরিওগ্রাফি মণিপুরী নৃত্যের এক অনন্য সাধারণ পরিবেশনা নজর কাড়ে,পরে লুনা পোদ্দারের নির্দেশনায় প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস কলকাতার শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি ছিল আগামীদিনের সম্ভাবনাময় শিল্পী নীলোপা মৈত্র এর নাচ।

দ্বিতীয় দিনে ছিলেন তবলায় পন্ডিত কুমার বোস, হারমোনিয়ামে পন্ডিত হিরন্ময় মৈত্র। পরে কণ্ঠ সঙ্গীতে কোয়েল দাশগুপ্ত নাহা, তবলায় ইমন , বিদুষী অরুণা মোহান্তি এবং তাঁর একাডেমির শিল্পীরা ওড়িশি নৃত্য পরিবেশন করেন , এরপরে ভরতনাট্যমে মহুল মুখার্জি এবং শেষে গুরু লুনা পোদ্দারের নির্দেশনায় প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস কলকাতা নিবেদন করেন কোয়েস্ট ৯,৫ বীট এবং গতির তালে একটি প্রযোজনা যা লয় এবং তাল এর গতিকে চিত্রিত করে।এই অনুষ্ঠানে আলোর মায়াজাল সৃষ্টি করেন দীনেশ পোদ্দার।