• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

মাস্কের ১৩তম সন্তানের পিতৃত্ব স্বীকার নিয়ে জল্পনা

অ্যাশলের প্রতিনিধি ব্রায়ান গ্লিকিচ বলেন, কো-প্যারেন্টিং নিয়ে চুপিসাড়ে আলোচনা করছেন মাস্ক

ফাইল চিত্র

এক মার্কিন ইনফ্লুয়েন্সার মহিলা দাবি করেছেন, তিনি ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল ও নেট নাগরিকদের মধ্যে। সূত্রের খবর, ওই সন্তানের পিতৃত্ব স্বীকার করে নিয়েছেন এক্স কর্তা। কো-প্যারেন্টিং সংক্রান্ত কথাবার্তাও চলছে মাস্ক এবং মার্কিন ইনফ্লুয়েন্সারের মধ্যে।

এবার সেই বিষয়টি নিয়ে প্রথমে কিছু না বললেও রবিবার মুখ খুললেন টেসলা কর্তা। এক নেটিজেন এক্স হ্যান্ডেলে দাবি করেন, গত পাঁচ বছর ধরে মাস্ককে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন অ্যাশলে। ওই পোস্টের জবাবেই মার্কিন ধনকুবের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বাপরে’! এই বিতর্ক নিয়ে আর কিছু বলতে শোনা যায়নি এক্স কর্তাকে।

যদিও অ্যাশলের প্রতিনিধি ব্রায়ান গ্লিকিচ বলেন, কো-প্যারেন্টিং নিয়ে চুপিসাড়ে আলোচনা করছেন মাস্ক। দিন কয়েকের মধ্যে প্রকাশ্যেই সন্তানের পিতৃত্ব স্বীকার করবেন মাস্ক, এমনটাই দাবি অ্যাশলের।

জানা গিয়েছে, ৩১ বছর বয়সি লেখিকা ও ইনফ্লুয়েন্সার গত শনিবার এ এব্যাপারে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। অ্যাশলে সেন্ট ক্লেয়ার নামের ওই ইনফ্লুয়েন্সার লেখেন, ৫ মাস আগে তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন, যার বাবা এক্স কর্তা এলন মাস্ক! এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। কিন্তু এতদিন কেন তিনি বিষয়টি চেপে রেখেছিলেন? এ বিষয়ে অ্যাশলে জানান, সন্তানের সুরক্ষার কথা ভেবেই তিনি গোটা বিষয়টা গোপন রেখেছিলেন। তিনি সংবাদমাধ্যমের কাছে আর্জি জানিয়েছেন, যেন খুদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে না আনা হয়। কারণ, তিনি চান তাঁর সন্তান বেড়ে উঠুক সুস্থ-স্বাভাবিক পরিবেশে।

News Hub